আগরতলা, ১০ এপ্রিল : এবছর সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর এর জন্ম জয়ন্তী বিশেষভাবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি। ১৩ এবং ১৪ এপ্রিল দুইদিন হবে এই জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এর পাশাপাশি ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় ডঃ বি আর আম্বেদকর সম্মান অভিযান সংঘটিত করা হবে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্মান অভিযান সেমিনারে একথা জানান তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং। সেমিনারে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৪ এপ্রিল দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী। এবছর আম্বেদকর জন্মজয়ন্তী বিশেষভাবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে প্রদেশ বিজেপি কার্যালয়ে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্মান অভিযান সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিজেপির তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং। এছাড়াও এই সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
এই সেমিনার প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং জানান, আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথম পর্যায়ে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যায় বিজেপির কর্মী সমর্থকরা সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতি সাজিয়ে তুলবেন। ১৪ এপ্রিল সকালে আম্বেদকরের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর উপস্থিত সকলে মিলে সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন। অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হবে।
বিজেপির তপশিলি জাতি মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ ভোলা সিং আরো জানান, কংগ্রেস দল দীর্ঘ সময়ের শাসনকালে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতি কেবলমাত্র অপমান করে গেছে। এমনকি মৃত্যুর পরও কংগ্রেস দল আম্বেদকর এর প্রতি সম্মান প্রদর্শন করেনি। একমাত্র বিজেপির বাজপেয়ী সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করেছে।
তিনি আরো জানান, বিজেপি দল বিষয়টিকে জনগণের সামনে তুলে ধরার কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৫ থেকে ২৫ এপ্রিল বিজেপি কর্মী সমর্থকরা জেলায় জেলায় ডঃ বি আর আম্বেদকর সম্মান অভিযান সংঘটিত করবে। এই অভিযানের মাধ্যমে জনসাধারণের সামনে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এবং সংবিধানের প্রতি কংগ্রেস কি করেছে এবং বিজেপি কি করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
বিজেপি রাজ্য দপ্তরে ডঃ বি আর আম্বেদকর সম্মান অভিযান সেমিনারে অন্যান্যদের মধ্যে বিধায়ক সুশান্ত দেব, মহিলা নেত্রী পাপিয়া দত্ত, দলের সহ-সভাপতি সুবল ভৌমিক সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।