বিশালগড়, ১০ এপ্রিল : সিপাহীজলা জেলার ঘনিয়ামাড়া এলাকায় উল্টে গেল বিশালগড় থানার গাড়ি। অল্পতে রক্ষা পেলেন চালক সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
জানা গিয়েছে, বিশালগড় থানার টিআর০১ডি০৮৫৪ নম্বরেরএকটি জিপ্সি গাড়ি ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে যায় একটি মামলার তদন্তে। ফেরার পথে গাড়িটি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পতে রক্ষা পায় গাড়ির চালক। যদিও সেই সময়ে টিএসআর জওয়ান ও পুলিশ গাড়িতে ছিলেন না। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া পুলিশের গাড়িটি উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তবে বিশালগড় থানায় যে গাড়িগুলি রয়েছে সেগুলির ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং গাড়িগুলি বহু বছর পুরনো। পরবর্তী সময়ে বিশালগড় থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় যে গাড়িগুলি রয়েছে সেগুলির চালকদের অভিযোগ সঠিক ভাবে গাড়িগুলি মেনটেনেন্স করা হয় না। যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে।