উদয়পুরে পুর পরিষদের চেয়ারপার্সন পরিদর্শন করলেন ড্রেইন নির্মাণ কাজ

উদয়পুর, ১০ এপ্রিল : দীর্ঘদিন ধরে গোমতী জেলার উদয়পুরবাসীর দাবি ছিল শহরের জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু উদয়পুরের পুরবাসীদের এই দাবি শুনার মত কেউ ছিল না। ফলে জনমনে ক্ষোভ জমতে থাকে। অবশেষে উদয়পুরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার ২০ কোটি টাকা ধার্য করেছে শহরের জল নিষ্কাশনের জন্য।

ইতিমধ্যে উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ কতটুকু অগ্রসর হয়েছে তা দেখার জন্য বৃহস্পতিবার পুর পরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার পুর পরিষদের আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে উদয়পুরের জনগণের অভিযোগ ছিল সামান্য বৃষ্টি হলে জল জমে যায়। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। অবশেষে রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে যাতে শহরে নতুন করে ড্রেন নির্মাণ করে বৃষ্টির জল কিংবা জমে থাকা জল অতি দ্রুত ড্রেইন মারফত মরা গাঙে গিয়ে পড়ে। ড্রেইন নির্মাণ হলে শহরে জল আর জমবে না।

পুর পরিষদের চেয়ারপার্সন আরো বলেন, রাস্তার অর্থাৎ ব্রহ্মাবাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত দুই দিকে ড্রেইন হবে। আপাতত একদিকের কাজ শুরু হয়েছে, পরবর্তী সময়ে আরেকদিকে কাজ শুরু হবে। শহরের জল নিষ্কাশরের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন পুর পরিষদের চেয়ারপার্সন শীতল মজুমদার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *