আগরতলা, ৮ এপ্রিল : স্ত্রী পালাল পর পুরুষের হাত ধরে। স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার অধীন কাঞ্চনমালা এলাকায়।
জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া ২০১৭ সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান মারা যায়। এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকেই রেহানা বেগম মোবাইলের মাধ্যমে পর পুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। পরে জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি তখন মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করেন।
এদিন জলফু মিয়া জানিয়েছেন, তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, দেশে পরকীয়া সংক্রান্ত ব্যাপারে আইনের দিক দিয়ে কোন শাস্তির বিধান নেই, যার ফলে প্রায় প্রতিনিয়তই বিবাহিত মহিলারা এভাবে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তাই এদিন জলফু মিয়া বলেন, দেশে এমন কোন কঠোর আইন চালু করা হোক যাতে রেহানা বেগমের মত আর কোন বিবাহিত স্ত্রী পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায়। এদিন সে অসহায় অবস্থায় আমতলি থানার সামনে দাঁড়িয়ে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন।