গর্তের জলে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

গন্ডাছড়া, ৮ এপ্রিল : মঙ্গলবার দুপুরে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার জাপান পাড়ায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দেড় বছরের এক শিশুর জলে পড়ে অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া সংশ্লিষ্ট এলাকায়।

জানা গিয়েছে, গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত জাপানপাড়া নামক গ্রাম। ওই পাড়ায় বাবার বাড়িতে দেড় বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে বেড়াতে আসে মেয়ে জোনাকি। বাড়ির উঠানের একপাশে নিজের ব্যবহারের জন্য ওয়াটার সাপ্লাইর পাইপ ছিল। ওয়াটার সাপ্লাইর পাইপের পাশেই ছিল জল জমার একটি গর্ত।

মঙ্গলবার দুপুর নাগাদ দাদুর বাড়িতে বেড়াতে আসা দেড় বছরের শিশু নিমল চাকমা উঠানে খেলা করছিল। একসময় খেলতে খেলতে সবার অলক্ষে দেড় বছরের নিমল চাকমা ওই জমাকৃত জলের গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর নিমলকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে পরিবারের লোকজন। শেষ পর্যন্ত ওই গর্ত থেকে উদ্ধার করে নিমলকে আনা হয় গন্ডাছড়া হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা দেড় বছরের নিমলকে মৃত বলে ঘোষণা করেন। নিমল চাকমার অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *