সস্ত্রীক পুলিশকর্মী পিটিয়ে বেহুশ করল প্রতিবেশী গৃহবধূকে, ঘনিয়ামারায় উত্তেজনা

বিশালগড়, ৩ এপ্রিল : প্রতিবশী দম্পতির মারধরে গুরুতর আহত মা ও নাবালক ছেলে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলার ঘনিয়ামারার পঞ্চায়ত টিলায়৷ আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার এবং তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে হামলাকারী সাব্বীর আহমেদ ও তার স্ত্রী পালিয়ে আত্মগোপন করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷

স্থানীয় জনগণ জানিয়েছে, এদিন দুপুরে রোজিনা আক্তারের বাড়িতে গিয়ে প্রতিবেশী সাব্বীর আহমেদ ও তার স্ত্রী হামলা চালায়৷ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় রোজিনা আক্তারকে৷ তার নাবালক ছেলে চিৎকার চেচামেচি করলে তাকেও মারধর করা হয়৷ মারধরে রোজিনা আক্তার অজ্ঞান হয়ে পড়েন৷ নাবালক ছেলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ কোনওরকমে রোজিনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ তারপর খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে গা ঢাকা দেয় সাব্বীর আহমেদ ও তার স্ত্রী৷

স্থানীয় সূত্রে জনা গিয়েছে, সাব্বীর আহমেদ পুলিশের চাকরি করে৷ তবে কেন প্রতিবেশী মহিলা রোজিনা আক্তারের উপর এমন বর্বরোচিত হামলা করা হয়েছে, এই ব্যাপারে এলাকাবাসী মুখ খুলতে চাইছেন না৷ তবে ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্ত রোজিনা আক্তারের অবস্থা সংকটজনক৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *