গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ

আগরতলা, ৮ এপ্রিল : গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হল মঙ্গলবার। ভোক্তারা জানান, একদিকে কর্মসংস্থানহীনতা এবং অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই সময়ে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে গরিব এবং মধ্যবিত্ত জনগণের ভোগান্তি বাড়বে।

সোমবার দেশে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় যে গ্যাস সিলিন্ডারের মূল্য ছিল ৮২৯ টাকা, তা বেড়ে হয়েছে ৮৭৯ টাকা। গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন গ্যাস এজেন্সিগুলিতে গ্রাহকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এক গ্রাহক জানান, সরকার বলছে এটা সাময়িক। কিছুদিনের জন্য। পরবর্তী সময়ে মূল্য কমানো হবে। কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে সবার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। তিনি আরো জানান, একদিকে সারা দেশ এবং গোটা বিশ্বে কর্মসংস্থান হচ্ছে না, অপরদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি- এই অবস্থায় গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ফলে গরিব ও মধ্যবিত্ত জনগণের ভোগান্তি আরো বাড়বে।

অপর এক ভোক্তা জানান, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি গরিব মানুষের জন্য খুব অসুবিধা সৃষ্টি করবে। হঠাৎ করে এই ধরনের মূল্য বৃদ্ধি করা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। আরো এক ভোক্তা জানান, সরকারের এই সিদ্ধান্তে গরিব জনগণের ভোগান্তি বাড়বে। কারণ পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি কম কথা নয়। তিনি জানান, গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ফলের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হলে সব জিনিসেরই দাম বাড়বে।

এদিকে বিশ্ব বাজারে তেলের দামের অনবরত পতনের মধ্যেই সোমবার থেকে পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক ২ টাকা করে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রোলের উপর আবগারি শুল্ক বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরই বিভিন্ন মহলে আশঙ্কা ফের বৃদ্ধি পেতে চলছে পেট্রোল-ডিজেলের মূল্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *