আগরতলা, ৮ এপ্রিল : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে আয়োজিত হচ্ছে নানা কর্মসূচি। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার লংকামুড়াস্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজে প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দলের বড়জলা মন্ডলের সক্রিয় সদস্যদের নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে পার্টির ইতিহাস ও বিকাশ, সরকারের কাজকর্ম প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, এদিন সাংগঠনিক বৈঠকের আগে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির ৪ বড়জলা মন্ডলের সভাপতি রাজীব সাহা। পরে ভারত মাতা ও অন্যান্য নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে সভা শুরু হয়। মূলত ১৯৮০ সালের ৬ এপ্রিল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ির হাত ধরে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। বিজেপির স্থাপনা দিবস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যজুড়ে। লঙ্কামুড়ার সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য কার্যকর্তারা।