উদয়পুর, ৭ এপ্রিল : দুষ্কৃতকারীদের হামলায় আহত ওএনজিসির চার কর্মচারী। ভাংচুর করা হয়েছে তাঁদের গাড়ি। ঘটনা গোমতী জেলার উদয়পুরের ধ্বজনগরে।
জানা গিয়েছে, রবিবার ওএনজিসিতে কর্মরত সুমন দে, সোমনাথ কুম্ভকার, কৃতি দীপ্ত পাল ও রাহুল দাস রাতে উদয়পুর পুলিশ লাইন দিয়ে ডব্লিউবি ৯৬জি৯৪৯৮ নম্বরে একটি গাড়ি নিয়ে তেলিয়ামুড়া যাচ্ছিলেন ওএনজিসি একটি যন্ত্র আনার জন্য। তাঁদের গাড়িটি উদয়পুর ধ্বজনগরস্থিত পুলিশ লাইন যাওয়া মাত্র হঠাৎ গাড়িটিকে আটক করে কিছু সমাজদ্রোহী। তাদেরকে মারধর করে এবং গাড়িতেও ভাঙচুর করে।
সোমবার সকালে আহতরা রাধা কিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরমধ্যে আহত সুমন দে বলেন, যারা তাদের মারধর করেছে তাদের মধ্যে একজনকে চিনতে পেরেছে তার নাম সাগর থাপ্পা। বাড়ি গোকুলপুর আর এফ টিলা। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।