গন্ডাছড়া, ৩ এপ্রিল : বকেয়া মজুরির দাবিতে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পৃথক তিন জায়গায় সড়ক অবরোধ আন্দোলন সংগঠিত করলেন রেগা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে এই অবরোধের ফলে যান চলাচল বিঘ্নিত হয়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে।
ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় গত বছরের ন্যায় এবারো শুরু হয়েছে রাস্তা অবরোধের রাজনীতি। বাংলা বছরের শেষ মাসে মহকুমা সদর বাজারের প্রতিটি হাটবারে ওই ধরণের পরিকল্পিত পথ অবরোধকে মেনে নিতে পারছে না সংশ্লিষ্ট মহকুমার জাতি জনজাতি বৃহত্তর অংশের লোকজন।
প্রসঙ্গত প্রতিটি বাংলা বছরের শেষ মাস চৈত্র। চৈত্র মাসটি কৃষক জুমিয়া ক্রেতা বিক্রেতা সহ ছোট বড় ব্যবসায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ ওই মাসেই গোটা বছরের আর্থিক লেনদেন হয়ে থাকে। গত বছরেও ঠিক এই চৈত্র মাসে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় সাপ্তাহিক হাটবারে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথ অবরোধে রাজনীতি চলছিল। ঠিক এবারেও তাই। বছরের চৈত্র মাস শুরু হতেই গন্ডাছড়ায় শুরু হল পথ অবরোধের রাজনীতি। এতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কৃষক জুমিয়া এবং ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া বাজারের সাপ্তাহিক হাটবার। ওইদিন ভোর ৫টা থেকে গন্ডাছড়া-পঞ্চরতন রাস্তায় তিনমাসের বকেয়া রেগার মজুরি পাওয়ার দাবিতে তিন জায়গায় পৃথক পৃথক ভাবে পথ অবরোধে বসে রইস্যাবাড়ী ব্লকের ঠাকুরছড়া এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা। পথ অবরোধকারী রেগা শ্রমিকদের অভিযোগ রেগার কাজ করার তিন মাস হয়ে গেলেও এখন পর্যন্ত তিন মাসের বকেয়া মজুরি পাচ্ছেন না রেগা শ্রমিকরা।
বারবার রইস্যাবাড়ী ব্লক এবং এডিসি ভিলেজ আসিসে গিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে বাধ্য হয়েই বৃহস্পতিবার ভোর থেকে একই ভিলেজের রেগা শ্রমিকরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে তিনটি স্থানে এক যোগে অবরোধ করেন। এতে বহু ছোট বড় গাড়ী, জুমিয়া, কৃষক, ক্রেতা বিক্রেতা রাস্তায় আটকা পড়ে যায়। অবরোধকারীরা জানায় বারো ঘন্টার মধ্যে মজুর মিটিয়ে না দিলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে শ্রমিকরা।