ধর্মনগরে পাচারকালে গাড়ি বোঝাই অবৈধ কাঠ বাজেয়াপ্ত

ধর্মনগর, ৩ এপ্রিল : পাচারকালে লক্ষাধিক টাকার কাঠ বাজেয়াপ্ত করেছেন বন দপ্তরের কর্মীরা৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বৃহস্পতিবার দুপুরে৷ কাঠ উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীক আটক করতে পারেননি বনকর্মীরা৷

জানা গিয়েছে, গোপন সূত্র জুরি ফরেস্ট পেট্রোল পার্টির কাছে খবর আসে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমানে অবৈধ কাঠ পাচার করা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা বাগবাসা-ধর্মনগর সড়কে চেকিংয়ে বসে৷ টিআর-০২-ডি-১৮৮০ নম্বরের একটি গাড়ি সেখানে পৌঁছে৷ বন দপ্তরের কর্মীদের দেখে চালক গাড়ি নিয়ে দ্রুতবেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ বনকর্মীরাও গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে৷ কিছুদূর যাওয়ার পর পাচারকারীর গাড়ির পেছনের দিকে একটি চাকা ফেটে যায় এবং গাড়িটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে৷ চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷

পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্য আরেকটি গাড়ি দিয়ে বিকল গাড়িটি রাস্তায় তুলে আনে৷ বাজেয়াপ্ত করা হয় প্রায় একশ সিএফটি কাঠ৷ যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা৷ ফরেস্টার বিশ্বজিৎ দাস জানিয়েছেন, গাড়িটি আটক করা হয়েছে৷ মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান করা হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *