ধর্মনগর, ৩ এপ্রিল : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ আন্দোলনে সামিল হলেন স্থানীয়রা৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন সরসপুর ১ নং ওয়ার্ড এলাকায়৷ প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়৷
জানা গিয়েছে, সরসপুর থেকে সরলা পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ কিন্তু, ঠিকাদার এই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেন না৷ স্থানীয়রা বহুবার বিষয়টি ব্লক অফিসে গিয়ে জানিয়েছেন৷ তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ রাস্তার বেহাল অবস্থার জন্য চলাফেরায় সমস্যা হচ্ছে৷ শুধু তাই নয় প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে৷
বাধ্য হয়ে বৃহস্পতিবার সরসপুর ১ নং ওয়ার্ড এলাকার জনগণ একজোট হয়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হন৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ অবরোধ প্রত্যাহারের জন্য পুলিশ অনুরোধ করলেও কোন সুফল মিলেনি৷ পরে পূর্ত দপ্তরের আধিকরিকরা সেখানে পৌঁছে৷ অবশেষে ঠিকাদারকে বলা হয় ঘটনাস্থলে যাওয়ার জন্য৷ কিন্তু, ঠিকাদার সেখানে পৌঁছেনি৷ প্রায় তিন ঘন্টা চলে অবরোধ৷ অবশেষে ঠিকাদারের এক সাগরেদ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেয় যে দ্রুত রাস্তা সংস্কার করা হবে৷ এই আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় লোকজন৷