আগরতলা, ২ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী।
বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। ১৫ দিনের ভেতর একাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের খাতা আগরতলা শহরের উচ্চ মাধ্যমিকের জন্য দুটি স্কুল যথা বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এবং মাধ্যমিকের জন্য চারটি বিদ্যালয় যথা কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ প্রতিটি স্কুলে উত্তরপত্র মূল্যায়নের কাজ ঘুরে দেখেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী জানান, সবকিছু ঠিকভাবে চললে চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে শুরু হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ হাজার ৫০৬ জন এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২৫ ফেব্রুয়ারী থেকে। মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬৪৭ জন।