বাংলাদেশি নাগরিক আটক ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাসে

ধর্মনগর, ২ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাস থেকে এক বাংলাদেশি নাগরকিকে আটক করেছে বিএসএফ জওয়ানরা৷ বুধবার ধর্মনগর থানার পুলিশ এই সংবাদ জানিয়ে। ধৃত ব্যক্তির নাম মোহম্মদ রুখন মিয়া৷ বয়স চল্লিশ বছর৷ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

জানা গিয়েছে, ধর্মনগরের রানীবাড়িস্থিত বিএসএফ ৯৭ নম্বর ব্যাটেলিয়ানের ই কোম্পানির জি ব্রাঞ্চের জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর আসে ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাসে এক বাংলাদেশি নাগরিক অবস্থান করছে৷ সেই খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা বাস টার্মিনাসে পৌঁছে এবং মোহম্মদ রুখন মিয়াকে আটক করে৷ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে ওই ব্যক্তি বাংলাদেশি নাগারিক৷ পরে তাকে ধর্মনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে৷ ধৃত মোহম্মদ রুখন মিয়া জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়ার পোষাইনগরে৷ পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে৷ মামলার নম্বর ২৩/২৫৷ ১৪৩(২) বিএনএস ২০২৩ এবং ১৯৬৭ পাসপোর্ট আইনের ৩/১২(১) ধারায় মামলা হয়৷ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *