আগরতলা, ২ এপ্রিল : রক্তদান কেবলমাত্র মানব ধর্ম পালনই নয় ,স্বামী বিবেকানন্দের ভাবধারায় মানব পূজার শামিল। বুধবার বোধজংনগর শিল্প তালুকের প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আগরতলা শাখার মহারাজ সহ অন্যান্যরা।
বর্ষপূর্তি উপলক্ষে প্রাণ ভেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বুধবার বোধজংনগরে রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বনিক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আগরতলা শাখার মহারাজ সহ অন্যান্যরা।
শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্ত দান না করলে দেহের সেলগুলি নষ্ট হয়ে যায়। রক্ত দিলে তিন মাসের মধ্যে তা দেহে পূরণ হয়ে যায়। স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বামীজি বলেছিলেন জীব সেবাই ভগবান সেবা। তাই রক্তদান কেবলমাত্র মানব ধর্ম পালনই নয়। এর মধ্য দিয়ে মানুষকে পূজা করা হয়। তিনি আরো জানান, প্রতিবেশী একটা দেশ থেকে রাজ্যে এসে কোম্পানি স্থাপন করেছে প্রাণ। রাজ্যে বেসরকারিভাবে সব থেকে বেশি কর্মসংস্থানের ব্যবস্থাপনায় প্রাণ অন্যতম বলে জানান তিনি।