আগরতলা, ১ এপ্রিল : এবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল আরপিএফ এবং আগরতলা জিআরপি থানার পুলিশ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ৫৯ কোজি শুকনো গাঁজা৷ আটক করা হয়েছে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সহ তিনজনকে৷
জানা গিয়েছে, মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে ই-কম কুরিয়ার সার্ভিরে একটি পার্সেল ভ্যান পৌঁছে৷ আরপিএফ এবং জিআরপি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই পার্সেল ভ্যানে গাঁজা মজুত রয়েছে৷ আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ ওই পার্সেল ভ্যানে তল্লাসি চালিয়ে ২৬টি প্যাকেটে ৫৯ কেজি শুকনো গাঁজা জব্দ করেছে৷ উদ্ধার করা গাঁজার কালোবাজারে মূল্য প্রায় ছয় লক্ষ টাকা৷
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই গাঁজাগুলি দিল্লীর সাহিল কুমার এবং পাটনার কুনাল কুমারের নামে বুকিং ছিল৷ জিআরপি থানার পুলিশ তথ্য তল্লাসি করে আর কে নগরস্থিত ই-কম কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সহ তিন কর্মীকে আটক করেছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷