আগরতলা, ১৯ মার্চ : স্বামী ও তার ছয় বন্ধু মিলে গৃহবধূকে গণধর্ষণ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার আমতলি থানার অধীন চৌমুহনী বাজার এলাকায়৷ গৃহবধূর বাবার অভিযোগ অনুযায়ী পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে৷ বাকি ছয় অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই সুস্মিতা দেবনাথ৷
বুধবার আমতলি থানার মহিলা এসআই সুস্মিতা দেবনাথ জানিয়েছেন, মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী সুব্রত দে-কে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে রিমান্ডের আবেদন জানিয়ে৷ ঘটনার বিস্তারিত জানিয়ে এসআই সুস্মিতা দেবনাথ জানিয়েছে, আগরতলার যোগেন্দ্রনগর এলাকার রঞ্জিত দে এর ছেলে সুব্রত দের সাথে চৌমুহনী বাজার এলাকার এক যুবতীর বিয়ে হয়৷ বিয়ের পর থেকে সুব্রত দে ঘরজামাই হিসেবে চৌমুহনী বাজারে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকেন৷ ৫ জানুয়ারি সুব্রত দে ও তার ছয় বন্ধু মিলে শ্বশুরবাড়িতে মদের আসর বসায়৷ মদ্যপ অবস্থায় স্বামী সুব্রত দে সহ সাতজন দফায় দফায় গৃহবধূকে গণধর্ষণ করেন বলে অভিযোগ৷
পুলিশ এসআই সুস্মিতা দেবনাথ আরও জানিয়েছেন, ১৪ মার্চ ওই গৃহবধূর বাবা আমতলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুরো ঘটনার বিবরণ দিয়ে৷ অভিযোগ মোতাবেক মামলা নিয়ে তদন্ত শুরু হয়৷ মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় ধর্ষিতা গৃহবধূর স্বামী সুব্রত দে-কে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নামধাম জানার চেষ্টা করা হবে৷ খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশা ব্যক্ত করেছেন পুলিশ এসআই সুস্মিতা দেবনাথ৷ জানা গিয়েছে, ধর্ষিতা গৃহবধূ প্রায় ৭৫ শতাংশ প্রতিবন্ধী৷