আগরতলা, ১৫ মার্চ : চার বছর অতিক্রান্ত হয়েছে লাইট হাউস প্রকল্পে টাকা নিয়েও ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারেনি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন ত্রিপুরা আরবান ডেভলাপমেন্ট এজেন্সি তথা টুডা৷ গ্রাহকদের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা অনেক আগেই অতিক্রান্ত হয়েছে৷ বাধ্য হয়ে গ্রাহকরা মঙ্গলবার টুডার চীফ ইঞ্জিনীয়ারের সাথে দেখা করে তাদের ক্ষোভ প্রকাশ করেন৷
প্রসঙ্গত, আখাউড়া রোডের বর্ডার গোলচক্কর সহ আগরতলার বিভিন্ন এলাকায় লাইট হাউস প্রকল্পে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে৷ নির্মাণ কাজ শুরুর আগেই টুডা এর তরফ থেকে বুকিং এবং ফ্ল্যাটের দাম গ্রাহকদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়৷ তারপর যথারীতি কাজ শুরু হয়৷ কিন্তু, কাজের গতি অত শ্লথ যে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও ফ্ল্যাট নির্মাণ সম্পন্ন হয়নি৷
এদিকে, গ্রাহকরা বহুবার ব্যক্তিগতভাবে টুডার কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং কবে নাগাদ ফ্ল্যাট পেয়ে যাবেন জানতে চান৷ কিন্তু, কোন সদুত্তর পাননি তারা৷ তাই বাধ্য হয়ে ক্ষুব্ধ গ্রাহকরা মঙ্গলবার টুডার চীফ ইঞ্জিনীয়ারের সাথে দেখা করেন একজোট হয়ে৷ সেখানে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন৷ যত দ্রুত সম্ভব ফ্ল্যাট নির্মাণ কাজ শেষ করে গ্রাহকদের বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।