কদমতলা, ১৩ মার্চ : রাজ আমলের সিন্ধুক বিক্রি হল মাত্র ৭০০ টাকায়। ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের কুর্তি গ্রামে।
জানা গিয়েছে, কয়েকবছর আগে কুর্তি পঞ্চায়েতের পাশে রাজ আমলের একটি সিন্ধুক পাওয়া যায়। সেটি এতদিন পঞ্চায়েতের সামনেই সংরক্ষিত ভাবে রাখা ছিল। রাজন্য স্মৃতি বিজড়িত এই সিন্ধুক বহু পুরনো। কুর্তি গ্রাম ত্রিপুরার রাজ্যের সিমান্ত লাগোয়া গ্রাম। রাজ আমলে সেই সিন্ধুকের মাধ্যমে খাজনা আদায় করা হত। রাজ আমলে পুরনো স্মৃতিটি বিক্রি হল মাত্র ৭০০ টাকায়।
অভিযোগ কুর্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা মিলে রাজ আমলের সেই সিন্ধুক ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এলাকার মানুষ ফেরিওয়লাকে আটক করে জিজ্ঞেস করলে সে জানায় পঞ্চায়েত কতৃপক্ষ এটি তার কাছে বিক্রি করেছে। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।