পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ জওহরনগরে

আমবাসা, ১৩ মার্চ : পানীয় জলের দাবিতে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ৷ ঘটনা বৃহস্পতিবার ধলাই জেলার জওহরনগরে৷ প্রায় এক ঘন্টা জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে থাকে৷ পরে প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়৷

অবরোধ আন্দোলনে অংশগ্রহণকারী এক ব্যক্তি জানিয়েছেন, জেলার বাগমারা এডিসি ভিলেজের একাংশ এলাকায় দুই মাস যাবৎ পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ নদী, ছড়া এবং কুয়োর জল ব্যাবহার করছিলেন তারা৷ কিন্তু বর্তমানে শুখা মরশুমে কুয়ো শুকিয়ে গিয়েছে৷ গোটা এলাকায় জলের জন্য হাহাকার৷ জলের সমস্যার ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিককে জানানো হয়েছে৷ কিন্তু, কোন ব্যাবস্থা নেয়নি প্রশাসন৷ তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন তারা৷

এদিকে, সড়ক অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ অবরোধ আন্দোলন প্রত্যাহর করে নেওয়ার জন্য পুলিশ অনুরোধ করলেও কোন সুফল মিলেনি৷ পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা গিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *