কৈলাসহর, ১৩ মার্চ : শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘায়েল করার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেফতার করল কৈলাসহর মহিলা থানার পুলিশ৷ ঘটনাটি ঘটেছিল ২০ ফেব্রুয়ারি৷ ধৃত ব্যক্তির নাম আব্দুল জালাল৷ বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে পুুলিশ৷
জানা গিয়েছে, ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানার অধীন ইয়াজিখাওরা এলাকার বাসিন্দা আব্দুল জালাল বাইক নিয়ে তার শ্বশুরবাড়িতে যায়৷ শ্বশুরবাড়ি কৈলাসহর থানার অধীন পাখিরবাদ এলাকায়৷ ওইদিন শ্বশুরবাড়িতেই স্ত্রী রুকিয়া বেগমের সাথে কোন একটি বিষয় নিয়ে ঝগড়া হয়৷ একসময় উত্তেজিত হয়ে আব্দুল জালাল স্ত্রীর মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে৷ তাতে রক্তাক্ত হন স্ত্রী৷ ঘটনার পর আব্দুল সেখান থেকে পালিয়ে যায়৷ অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজন উত্তেজিত হয়ে আব্দুল জালালের বাইকটি আগুনে পুড়িয়ে দেয়৷ গুরুতর আহত অবস্থায় রুকিয়া বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পরে কৈলাসহর মহিলা থানায় আব্দুল জালালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়৷ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাসি চালিয়েও আব্দুল জালালের কোনও সন্ধান পায়নি৷ বুধবার রাতে কৈলাসহর মহিলা থানার পুলিশের কাছে খবর আসে যে অভিযুক্ত আব্দুল জালাল কুবঝার এলাকায় অবস্থান করছে৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল জালালকে গ্রেফতার করে৷ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷