কল্যাণপুর, ১৩ মার্চ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চালক সহ চারজন৷ দুর্ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার কল্যাণপুরের দাউছড়া এলাকায়৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুত গতিতে চালানোর ফলেই চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷
জানা গিয়েছে, প্রতিদিন বালি বোঝাই গাড়ি ওই সড়ক দিয়ে দ্রুত বেগে যাতায়াত করে৷ বৃহস্পতিবারও টিআর-০২জেড-১৮৩৮ নম্বরের একটি বোলেরো গাড়ি বালি নিয়ে যাচ্ছিল৷ চালক দ্রুত গতিতে চালিয়েছিলেন গাড়িটি৷ এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ গাড়িটি রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে৷ তাতে গাড়ির চালক টুটন দাস, শ্রমিক জওহরলাল দেববর্মা, বিশাল শর্মা এবং বাদল গিরি আহত হন৷ স্থানীয় লোকজন খবর দেয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ পরে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে৷