বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ দুই যুবক গ্রেফতার কৈলাসহরে

কৈলাসহর, ১১ মার্চ : গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রীসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের অভিযানে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও। কৈলাসহর থানার ওসির নেতৃত্বে সোমবার গভীর রাতে চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশের তৎপরতায় আটক হয় দুই যুবক।

কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, কৈলাসহর এলাকার দুই যুবক টিআর-০৫-সি-৯৯৫৬ বাইকে করে শিলচর থেকে নেশা সামগ্রী নিয়ে ফিরছে। মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং পুলিশ সাদা পোশাকে উৎ পেতে থেকে তাদের আটক করে।

আটক হওয়া দুই যুবক সফরিকান্দি এলাকার বাসিন্দা। তাদের নাম আজিজুর রহমান ও ছাবান আলী। প্রথমে তারা বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাদের কাছে নেশা জাতীয় দ্রব্য রয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের তল্লাশি চালিয়ে পাঁচটি সাবানের কেইসের মধ্যে লুকানো অবস্থায় হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার করা হয়। যার আনুমানিক কালোবাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা।

এই ঘটনায় কৈলাসহর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে, যাতে এই নেশা কারবারের পেছনে জড়িত মূল পান্ডাদের চিহ্নিত করা যায়। আটককৃত দুই যুবককে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *