বক্সনগর, ১১ মার্চ : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশের বড় সাফল্য। মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এই অভিযান চালানো হয়। তবে অভিযুক্ত হারুন মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, খাদ্যাখলা গ্রামের বাসিন্দা হারুন মিয়া বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রেখেছে এমন তথ্যের ভিত্তিতে ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সাব-ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, অন্যান্য পুলিশ সহ টিএসআর জওয়ানরা।
প্রথমে বসতঘরের চারপাশ ঘিরে ফেলে পুলিশ দল। সিলিং সহ পুরো বাড়িতে তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছু না পাওয়ায় ঘরের পিছনে মাটি খুঁড়ে দুটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। যার ভেতরে মজুত ছিল ৩২ কেজি শুকনো গাঁজা। পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারে মূল্য প্রায় ১ লাখ টাকা।
তল্লাশির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত হারুন মিয়া পালিয়ে যায়। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এবং এলাকায় মাদকের রমরমা ব্যবসা রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।