আগরতলা, ১০ মার্চ: ত্রিপুরায় কলকারখানা বৃদ্ধি পাচ্ছে। তাই কলকারখানায় শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সরকার। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগর এলাকায় একটি সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানে শ্রমমন্ত্রী টিংকু রায় একথা বলেন।
গত মঙ্গলবার থেকে জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বোধজংনগরে সোমবার এক সুরক্ষা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়্লার্স অর্গানাইজেশনের উদ্যোগে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই সুরক্ষা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিংকু রায়। এই সচেতনতামূলক কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্যে সুরক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে। তিনি আরো জানান, রাজ্যে কলকারখানা বাড়ছে। কলকারখানা গড়তে মানুষ এগিয়ে আসছেন। এই অবস্থায় কলকারখানায় শ্রমিকদের সুরক্ষার বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে দেখছে। এই কারণেই বোধজংনগরে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরো জানান, কলকারখানাগুলিতে শ্রমিকদের সুরক্ষাই যেন প্রথম প্রাধান্য পায় এটাই সরকারের মূল লক্ষ্য। এই ধরনের কর্মসূচি আগামীদিনেও চলবে বলে জানান শ্রম মন্ত্রী টিংকু রায়।
উল্লেখ্য প্রতিবছর দেশে ৪ মার্চ জাতীয় সুরক্ষা দিবস পালন করা হয়। এই উপলক্ষে ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সারাদেশে জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়। সোমবার জাতীয় সুরক্ষা সপ্তাহের শেষ দিন।