আগরতলা, ৬ মার্চ : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশু কল্যাণ আইন সম্পর্কিত রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, আইএফএস দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সহ অতিথিরা। এদিন সেমিনারে ভারতের সরকারের পশুপালনের যে সমস্ত আইন রয়েছে সেগুলিনিয়ে আলোচনা করা হয়।
প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী বলেন, প্রাণীদের প্রতি অন্যায়, নিষ্ঠুরতা ও নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার ১৯৬৪ সালে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড গঠন করে। প্রতিটি রাজ্যে এই বোর্ড রয়েছে। আমাদের রাজ্যে এই সংস্থা যথাযথভাবে কাজ করছে। বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দপ্তরের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের রক্ষা করতে হবে।