তছনছ হওয়া লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করলেন বিরোধী দলনেতা

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : স্মার্ট সিটি হিসেবে আগরতলা শহরকে এখন সাজানোর কাজ চলছে। তাই রাজধানী আগরতলার বিভিন্ন বাজারগুলিতে অবৈজ্ঞানিকভাবে নির্মাণ করা দোকান ঘর এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারের বেশ কিছু অবৈধ দোকান ভেঙ্গে ফেলা হয়। এরপরেই একে গিরে শুরু হয়েছে রাজনীতি।

বাম নেতৃবৃন্দ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। রাজনীতির বাজার গরম করছেন একাংশ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে। তাদের এই রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার লেইক চৌমুহনী বাজারের যে অংশে উচ্ছেদ অভিযান চালানো হয় সেই এলাকা পরিদর্শন করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল। তাঁরা বাজারটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, ডাবল ইঞ্জিনের সরকার তাই গরীবদের পেটে লাথি মারল আগরতলা পুর নিগম। তিনি আরো বলেন, বিকল্প জায়গার ব্যবস্থা না করে আগেভাগে এভাবে ব্যবসায়ীদের দোকান ঘর ভেঙ্গে ফেলা উচিত হয়নি। কারণ এর সঙ্গে তাদের পরিবার প্রতিপালনের বিষয় রয়েছে। এই পরিস্থিতিতে তিনি দাবি জানান অবিলম্বে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং বিকল্প জায়গায় ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *