আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলার গজারিয়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে।
এডি নগর থানার ওসি বিজয় দাস জানান, মঙ্গলবার তারা খবর পান যে ক্যাম্পের বাজারের গজারিয়া এলাকার বিপ্লব দে’র বাড়িতে প্রচুর পরিমাণে নেশা জাতীয় সামগ্রী রয়েছে। এই খবরের ভিত্তিতে এদিন এডি নগর থানার পুলিশ গজারিয়ার বিপ্লব দের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে পুলিশ বিপ্লব দের বাড়ি থেকে প্রচুর নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ বিপ্লব দেকে গ্রেফতার করেছে।
ওসি জানান, দীর্ঘদিন ধরে বিপ্লব দের বিরুদ্ধে নেশা সামগ্রী পাচার ও বিক্রির অভিযোগ ছিল। তাকে খোঁজাও হচ্ছিল। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করা সম্ভব হল। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে মঙ্গলবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।