পিএনবির এটিএম কাউন্টারে অগ্নিকান্ড, মাতাবড়ি এলাকায় চাঞ্চল্য

উদয়পুর, ২৪ ফেব্রুয়ারি : গোমতী জেলার উদয়পুরের মতাবাড়ি এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এর এটিএম কাউন্টারে আগুন৷ যদিও দমকল বাহিনীর তৎপরতায় অল্পতেই রক্ষা৷ ঘটনাটি ঘটেছে সোমবার৷ তবে এটিএম এবং টাকা অক্ষত রয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে৷

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎই ওই এটিএম কাউন্টার থেকে ধূয়া বেরুতে দেখা যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দ্রুততার সাথে ফায়ার সার্ভিস তথা দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন৷ দমকল বাহিনীর এক কর্মী জানিয়েছেন, বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত৷ তবে বড় ধরনের কোন অঘটন ঘটেনি৷ পরবর্তী সময়ে ব্যাঙ্কের কর্মকর্তারা এটিএম কাউন্টারে যান এবং মেশিন ও টাকা কি অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানিয়েছেন সবকিছুই অক্ষত রয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *