সাব্রুম, ১৯ ফেব্রুয়ারি : ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী বনকুলে মহামুনি বৌদ্ধ মেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বুধবার মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের উদ্যোগে বিধায়ক মাইলাফ্রু মগের সভাপতিত্বে রুপাইছড়ি ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ মজুমদার, এমডিসি কংজং মগ এবং অন্যান্যদের উপস্থিতিতে মহামুনি বৌদ্ধ মন্দিরে মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহামুনি ডেভেলপমেন্ট সোসাইটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মেলার সুষ্ঠু আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য পরিসেবা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় প্রশাসন ও কমিটি মেলার সময় ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
বনকুল মহামুনি বৌদ্ধ মেলা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছর বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে। মেলার সময় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছিলেন মহামনি বুদ্ধ বিহারকে স্পিরিচুয়াল ট্যুরিজম এর অন্তর্ভুক্ত করে পরিকাঠামোগত দিক দিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার চিন্তাধারা রয়েছে ত্রিপুরা সরকারের।