বিলোনিয়া, ১১ ফেব্রুয়ারি : চোর সন্দেহে গনপিটুনিতে বাবুল মিয়া হত্যা মামলায় গ্ৰেপ্তার ছয় জন। সোমবার দুপুরে বিলোনিয়া থানাধীন বাঁশপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের আবাসিক থেকে নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে বিলোনিয়া থানাতে। জিজ্ঞাসাবাদের পর প্রমাণ সাপেক্ষে ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা নিয়ে পুলিশ তাদের গ্ৰেপ্তার করে সোমবার রাতে। অপর তিনজনের বিরুদ্ধে প্রমাণ না থাকার কারণে ছেড়ে দেওয়া হয়েছে।
বাবুল মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনের দাবি এই তিনজনও ছিল গণপিটুনিতে। প্রমাণ নেই এই অজুহাত দেখিয়ে পুলিশ কেন, কিভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে এই নিয়ে গুঞ্জন। কিন্তু পুলিশ জানিয়েছে, এই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ বাবুল মিয়া হত্যা মামলায় অভিযুক্ত ছয়জনকে পুলিশ বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মোস্তফা (২০), আবুল হোসেন (৪০), উৎপল দে (২৪), আকাশ দাস (২৩), সঞ্জয় তেওয়ারি (৪৫), শিব শংকর সরকার (২৩)। ছয়জনের মধ্যে তিন জনের বাড়ি আসাম। অপর তিনজনের বাড়ি বিলোনিয়ায়।
প্রসঙ্গত, রবিবার রাতে জওহর নবোদয় বিদ্যালয়ের আবাসিক স্থলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে বাবুল মিয়া। পরবর্তী সময়ে গনপিটুনিতে মৃত্যু হয় তার। নিহত বাবুল মিয়ার স্ত্রী বিলোনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।