আগরতলা, ১১ ফেব্রুয়ারি : জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব প্রশমনে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জনমনে আরো ব্যাপক সচেতনতা প্রয়োজন। মঙ্গলবার আগরতলায় লিচু বাগানের ব্যাম্বো এন্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এর ফলে মানব জীবনে বিভিন্ন প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকারগুলি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে চলছে। ত্রিপুরায়ও বিজ্ঞান, পরিবেশ এবং প্রযুক্তি দপ্তরের অধীন ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল এর উদ্যোগে বিভিন্ন আলোচনা চক্র ও সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার লিচু বাগানের ব্যাম্বো এন্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার বিষয়বস্তু ছিল জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা।
কর্মশালার উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ শশী কুমার, বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের আধিকারিক অভিনব কান্ত সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমনের বিষয়ে ছাত্র-ছাত্রী সহ জনগণকে আরো বেশি সচেতন করে তোলার প্রয়োজন। এই লক্ষেই কর্মশালার আয়োজন করা হয়েছে। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমন বর্তমান সময়ে একান্ত প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে, কর্মশালায় জলবায়ু পরিবর্তন রোধে বাঁশ চাষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ শশী কুমার। তিনি জানান, বাঁশ চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের নিয়েও বিভিন্ন কর্মশালার আয়োজন করা হবে।