আগরতলা, ৩১জানুয়ারি : বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী পুনরায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক হয়েছেন। তিন দিনব্যাপী দলের রাজ্য সম্মেলনে এই সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সম্পাদক নির্বাচনের পাশাপাশি আগামী তিন বছরের জন্য দলের ৬১ সদস্যের রাজ্য কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার আগরতলায় মেলারমাঠে দলীয় সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, রাজ্য সম্মেলনে পলিটব্যুরোর সদস্য মানিক সরকার সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার জন্য জিতেন্দ্র চৌধুরীর নাম প্রস্তাব করেছিলেন। দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবে সম্মত হন।
সাংবাদিক সম্মেলনে দলের পুনর্নির্বাচিত সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দলের গঠনতন্ত্রের বিশেষ বিধান অনুসারে মানিক সরকার, নারায়ণ কর এবং পবিত্র কর, যাঁদের বয়স ৭৫ বছরের বেশি তাঁদের দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দলের রাজ্য সম্মেলনে ত্রিপুরায় বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দলের রাজ্য সম্মেলনে আগামীদিনের আন্দোলন কর্মসূচি কোন কোন বিষয়ে হবে সেই নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতির ব্যানারে শিক্ষাক্ষেত্রের বেসরকারীকরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার বৃদ্ধি, বিজেপি ও আরএসএস কর্তৃক ধর্মের নামে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া সহ
কমপক্ষে ৯টি বিষয় নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সম্মেলনে।