আগরতলা, ৩১ জানুয়ারি : আগরতলা শহরের ডুকলি শিল্পাঞ্চলে লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হল শুক্রবার। তাতে অত্যাধুনিক স্টোরেজ, গুদামজাতকরণ এবং পরিবহণ সুবিধা প্রদান করা হবে। এই পার্ক রাজ্যের শিল্প প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন শিল্পোদ্যোগীরা।
লজিস্টিক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান নবাদল বণিক। তিনি বলেন, রাজ্যে শিল্পের অবকাঠামো শক্তিশালী করার জন্য টিআইডিসিএল কাজ করে চলেছে। ভুতুরিয়া লজিস্টিক পার্ক প্রাইভেট লিমিটেড ডুকলি শিল্পাঞ্চলের ১৬.২১ একর জমিতে গড়ে উঠবে। ২ পর্যায়ে পার্কটি তৈরি করা হবে। বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। আশা করা হচ্ছে কর্মসংস্থান হবে প্রায় ২০,০০০ জনের।