কদমতলা, ৩০ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার অন্তর্গত নন্দীপাড়ায় এক বাড়িতে হানা দিয়ে সাত লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।
চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা জানিয়েছেন, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে, চুড়াইবাড়ি থানার অধীন নন্দীপাড়া এলাকায় বদরুল হক নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ গভীর রাতে অভিযান চালায় ওই বাড়িতে। বদরুল হকের বাড়িতে গিয়ে তার ঘর থেকে সাতটি সাবানের কেইস উদ্ধার করা হয়। প্রতিটি কেইসে রয়েছে ব্রাউন সুগার। তাকে গ্রেপ্তার করে চুড়াইবাড়ি থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তিন দিনের রিমান্ড চেয়ে ধৃত বদরুল হককে ধর্মনগর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান চুড়াইবাড়ি থানার ওসি খোকন সাহা।