বিশালগড়, ২৫ জানুয়ারি : ইকফাই ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ সহ বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার অভিযোগে আটক বাস। যদিও বাসের অভিযুক্ত কন্ডাকটর পলাতক।
জানা গিয়েছে, ইকফাই ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ, বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে আগরতলা- উদয়পুর যাত্রীবাহী বাস আটক করে বিশালগড়ের শুভবুদ্ধিসম্পন্ন জনগণ সহ নিগৃহীত ছাত্র-ছাত্রীরা। ঘটনার খবর পেয়ে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। ওই বাসের কন্ডাকটর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযোগ, বিশালগড়ের যাত্রী দেখামাত্রই আগরতলার নাগেরজলায় উদয়পুর, শান্তিরবাজার, সোনামুড়া, মেলাঘরগামী বাসের কন্ডাকটর সহ চালকরা বাসে তাদের তুলতে চান না। বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হয়। নাগেরজলা থেকে বিশালগড়ের যাত্রীদের নিয়ে আসতে বিভিন্ন রকম তালবাহানা করা হয়। এক বছর পূর্বে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের উপস্থিতিতে ওই সমস্ত বাসের মালিক, সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনাক্রমে ঠিক হয়েছিল যাত্রীদের সাথে আর এরকম হবে না। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবত বিশালগড়ের যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হয়।
শুক্রবার বিশালগড়ে ইকফাই ইউনিভার্সিটির ছাত্র অর্ণব রায়, ছাত্রী তনুশ্রী সাহা সহ বিশালগড়ের বহু যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন বাস কন্ডাকটর। বাধ্য হয়ে বিশালগড়ের জনগণ ছাত্রদের উপর আক্রমণ করার অভিযোগে টিআর০৩-১৩৮১ নম্বরের ‘সম্পর্ক’ নামের আগরতলা থেকে উদয়পুরগামী বাসটি আটক করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কন্ডাকটর।
ঘটনার খবর পেয়ে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, উক্ত ঘটনা নিয়ে সমস্ত বাস মালিক সহ সংগঠনের নেতৃত্বদের সাথে এই বিষয়ে বৈঠক করা হবে। পাশাপাশি বিধায়ক বলেন, বিশালগড়ের কোন ব্যক্তির অপমান হবে সেটা তিনি সহ্য করতে পারবেন না। যারা আমাকে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন তাদের অসম্মান আমি কোন মতেই মেনে নিতে পারব না।