আগরতলা, ৯ জানুয়ারি : ১৬ জানুয়ারি শারদ সম্মান প্রদান করবে আগরতলা পুর নিগম। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সংবাদ জানিয়েছেন।
১৬ জানুয়ারি শারদ সম্মাননা পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করল আগরতলা পুর নিগম। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শারদ সম্মান প্রদান করা হবে। ২০২৪ সালের শারদ উৎসবে আগরতলা পুর নিগমের বিচারকদের দ্বারা নির্বাচিত সেরা প্রতিমার জন্য পুরস্কৃত করা হবে মঠ চৌমুহনীর ফ্লাওয়ার্স ক্লাবকে। সেরা মন্ডপের পুরস্কার প্রদান করা হবে নেতাজি প্লে ফোরাম সেন্টারকে। ২০২৪ সালের শারদ উৎসবে সেরা আলোকসজ্জার পুরস্কার পাচ্ছে এগিয়ে চলো সংঘ। সেরা থিমের জন্য পুরস্কার পাচ্ছে জয়নগরের যুবসমাজ ক্লাব। মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপুজার পুরস্কার পাচ্ছে রামনগরের মুক্তি সংঘ।
এছাড়াও আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোন, পূর্ব জোন, উত্তর জোন এবং দক্ষিণ জোনেও সেরা প্রতিমা, সেরা মন্ডপ, সেরা আলোকসজ্জা এবং সেরা থিমের জন্য নির্বাচিত ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
মেয়র জানান, গত ৩০ ডিসেম্বর এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় সেই অনুষ্ঠান স্থগিত ঘোষণা করতে হয়েছে।স্থগিত অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে সন্ধ্যা ছয়টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।