আগরতলা, ৬ জানুয়ারি : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর ঘাটতি রয়েছে। সোমবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের বিএসসি নার্সিং ছাত্রীদের দ্বিতীয় ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আইজিএম হাসপাতালের নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নার্সিং পড়ুয়াদের পঠন পাঠনের একটি অন্যতম বিষয় হল শপথ গ্রহণ।সোমবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের বিএসসি নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুদূর করার চেষ্টা চলছে। এই ক্ষেত্রে চিকিৎসক এবং নার্সরাও একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে ডাক্তার এবং নার্সিং ব্যববস্থাও শক্তিশালী করতে হবে। এই দিকে সরকারের লক্ষ্য রয়েছে। নার্সদের আরো উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে বহিঃরাজ্য থেকে ফ্যাকাল্টি আনা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, একটা সময়ে রাজ্যে মেডিকেলের জন্য পাঁচ সাতটি আসন বরাদ্দ ছিল। বর্তমানে মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০০। টিএমসি আরো ৫০টি আসনের জন্য আবেদন করেছে। এই আসন পেলে রাজ্যে মেডিকেলের আসন সংখ্যা হবে ৪৫০টি। তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থার মাপকাঠিতে প্রতি এক হাজার জনে একজন করে চিকিৎসক প্রয়োজন। এই বিষয়ে রাজ্যে এখনো খামতি রয়েছে। তিনি জানান চিকিৎসকের পাশাপাশি স্বাস্থ্যকর্মীও প্রয়োজন। একই সাথে প্রয়োজন স্বাস্থ্য কর্মীদের স্ট্যান্ডারাইজেশনও। তিনি নার্সিং পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, শপথ বাক্যের প্রতিটি শব্দ তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে।