আগরতলা, ৬ জানুয়ারি : পানীয় জলের জন্য আজও প্রত্যন্ত এলাকার জনগণের নিত্যদিনের সংগ্রাম। পার্বতী ত্রিপুরার প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এমন অনেক পাহাড়ি জনপদ রয়েছে যেখানে পানীয় জলের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হন্যে হয়ে জলের উৎসের খোঁজে বের হতে দেখা যায়। পূর্বতন ও বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থা পানীয় জলের চাহিদা পূরণ করতে ব্যর্থ বলে সমালোচনা করেন অনেকেই।
খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকমি ব্লকের অধীন আঠারমুড়া পাহাড়ে জাতীয় সড়কের পয়তাল্লিশ মাইল এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। দেখা গিয়েছে, এই এলাকারই দুই শিশু রাস্তার পাশে জমে থাকা নোংরা আবর্জনা মিশ্রিত জল সংগ্রহ করছে হাড়ি দিয়ে ড্রামের মধ্যে। শিশুটি জানায়, সংগ্রহ করা জল রান্না, স্নান সহ পানীয় জলের অভাব দূরীকরণে সাহায্য করে। ছোট বয়স থেকে জলের অভাব দেখে দুই শিশু পরিবারের জন্য নোংরা আবর্জনা মিশ্রিত রাস্তার পাশে জমে থাকা জলই সংগ্রহ করছে কেবলমাত্র বেঁচে থাকার জন্য। তবে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অধ্যুষিত জনপদগুলিতে ধাপে ধাপে উন্নয়নের গতি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আঠারমুড়া পাহাড়ের বিভিন্ন এলাকায় পা রাখলেই করুন দৃশ্য নজরে আসে। বেঁচে থাকার সংগ্রামে কত কিছুই করতে হচ্ছে জনজাতি গিরিবাসীদের।