সড়ক সুরক্ষা ও ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতায় ত্রিপুরায় সূচনা হচ্ছে ‘জাগৃতি’ কর্মসূচি

আগরতলা, ৪ জানুয়ারি : সড়ক সুরক্ষা এবং ভোক্তা অধিকার সুরক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে রাজ্য সরকার ‘জাগৃতি’ নামে এক নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ১১ জানুয়ারি এই কর্মসূচির সূচনা হবে। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পরিবহণ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান।

খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, এখন থেকে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খাদ্য দপ্তর এবং পরিবহণ দপ্তর যৌথ উদ্যোগে এই কর্মসূচিটির আয়োজন করবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের ২৫টি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সড়ক সুরক্ষা, ভোক্তা অধিকার সুরক্ষা এবং নেশার কুফল বিষয়ের উপর ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আগামী ১১ জানুয়ারি উদয়পুরে এই কর্মসূচির সূচনার দিনে গোমতী, দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুরূপভাবে, ১৮ জানুয়ারি কুমারঘাটে ধলাই, উনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এবং ২৭ জানুয়ারি আগরতলায় পশ্চিম এবং খোয়াই জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিটি অনুষ্ঠান থেকে তিনটি শ্রেষ্ঠ ক্যুইজ দলকে নিয়ে ৮ ফেব্রুয়ারি আগরতলায় ফাইনাল ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ক্যুইজ প্রতিযোগিতার পাশাপাশি এই কর্মসূচির অঙ্গ হিসেবে কলেজস্তরের ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ এবং সড়ক সুরক্ষা, ভোক্তা অধিকার সুরক্ষা এবং নেশার কুফল বিষয়ের উপর র‍্যালির আয়োজনও করা হবে। ‘জাগৃতি’ সচেতনতামূলক কর্মসূচিটি বাস্তবায়নে স্কুল অব সায়েন্স এবং ত্রিপুরা ইনফো ডট কম সহযোগিতা করবে। খাদ্যমন্ত্রী জানান, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি এবং ২৭ জানুয়ারিতে অনুষ্ঠেয় ক্যুইজ প্রতিযোগিতার জন্য যথাক্রমে ১০ জানুয়ারি, ১৪ জানুয়ারি এবং ২৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *