বিশালগড়, ৪ জানুয়ারি আইওসিএল প্রজেক্ট এর জন্য খাস ভূমিতে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে। এই জ্বালানি তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য প্রয়োজন চওড়া রাস্তার।
এই রাস্তা চৌড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সেকেরকোট চা বাগান চৌমুহনী থেকে আইওসিএল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। আর সেই রাস্তার কাজ সম্পন্ন করতে সেকেরকোট চা বাগান চৌমুহনীর পাশে দোকান মালিকদেরকে বেশ কয়েকদিন আগে দোকান তুলে নিতে বলা হয়েছিল এবং পরে সরকারি ভাবে নোটিশ জারি করা হয়েছিল।
কিন্তু তারপরেও গরীব অসহায় দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি। অবশেষে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডুকলী রেভিনিউ সার্কেল এর ডিসিএম এবং বিক্রমনগরের তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার দুপুরে সেকেরকোট চা বাগানস্থিত বিভিন্ন দোকান উচ্ছেদ অভিযান শুরু করেন। ড্রজার দিয়ে দোকান ভেঙ্গে দেওয়া হয়। এদিন মিহির সরকার নামে এক ব্যক্তি জানিয়েছেন তারা সদর মহকুমা শাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন।