আগরতলা, ৩০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিভাবকত্বে ঘুষের বিনিময়ে চাকরি প্রদানের প্রশ্নই আসে না। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সাথে চাকরি প্রদান করে চলছে।
উপজাতি গণমুক্তি পরিষদের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা টাউনহলে আয়োজিত হল সভায় বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে চাকরি প্রদানের অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, আগে এমনটা হত। বর্তমান সরকারের সময়ে কোনমতেই এই ধরনের ঘটনা সম্ভব না। কারণ আমাদের অভিভাবক রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগে এমনটা হত। মিছিলে গেলেই চাকরি হত ,তাও আবার বহু প্রতীক্ষার পর। এখন স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।