ত্রিপুরায়ও সংবিধানের রচয়িতা ডঃ বি আর আম্বেদকর সন্মান যাত্রা করল কংগ্রেস

আগরতলা, ২৪ ডিসেম্বর : সারা দেশের সাথে ত্রিপুরার প্রত্যেকটি জেলায় ডঃ বি আর আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত হয়। সংবিধানকে রক্ষা করার লক্ষ্যে এদিন সদর জেলা কংগ্রেসের উদ্যোগেও ভারতবর্ষের সংবিধানের রচয়িতা ডঃ বি আর আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা ও কর্মীরা মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে একটি ‘সম্মান যাত্রায়’ যোগ দিয়েছেন। মিছিলের লক্ষ্য ছিল ভারতীয় সংবিধানের জনক এর অবদান তুলে ধরা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাবদিহি দাবি করা।

কংগ্রেসের নেতা কর্মীরা রাজধানী আগরতলায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর থেকে মিছিল শুরু করে এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্বোধন করে একটি ডেপুটেশন দেওয়া হয় জেলা শাসকের নিকট। দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ এবং ডঃ আম্বেদকর সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া।

অমিত শাহের মন্তব্য অসম্মানজনক এবং ডঃ আম্বেদকরের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে দাবি করে সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায় বলেন, আমরা আমাদের সংবিধানের প্রধান স্থপতির উত্তরাধিকারকে সমুন্নত রাখতে এবং ভারতীয় জনতা পার্টির অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই সম্মান যাত্রার আয়োজন করছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অপমানজনক ছিল এবং মোদির নেতৃত্বাধীন বিজেপি কীভাবে এই বিষয়ে নীরব তা দেখে আমরা হতবাক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *