তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর : কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়কে বেপরোয়া যানবাহন চালনার মাশুল গুনতে হচ্ছে সাধারণ পথচারীদের। বৃহস্পতিবার রাতে কুয়াশাচ্ছন্ন আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে বেপরোয়া ভাবে বাইক চালিয়ে আসার সময় তেলিয়ামুড়ার নেতাজিনগর এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনা।
বাইকের ধাক্কায় ওই পথচারী গুরুতর আহত হন। সঙ্গে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাইকটিও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় বাইক চালক। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে নেতাজিনগর এলাকার সাধারণ মানুষ এবং এই যান ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাইক চালক টিটন দাস (২২) এবং পথচারী তুলসী দাস (৬৫)-কে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালে তাদেরকে রেফার করা হতে পারে বলে খবর তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে।