উদয়পুর, ২০ ডিসেম্বর : গোমতী জেলার উদয়পুরের রাধা কিশোর পুর থানার পুলিশ একটি আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্রের সাথে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে। ওই চক্রটি একটি কল সেন্টারের আড়ালে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কোটি কোটি টাকা প্রতারণা করেছে।
বৃহস্পতিবার রাতে উদয়পুরের মাতাবাড়ির একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হল হেনরি লালফোমকিমা (২৯), দিজা মনি মলসুম (৪৫) এবং সম্রাট মালসুম (২৭)। সকলেই উদয়পুর মহকুমার অন্তর্গত কিল্লা তেন্তাই বাড়ি এলাকার বাসিন্দা৷
গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে আন্তর্জাতিক জালিয়াতির চক্রের বিস্তারিত জানিয়ে বলেন, প্রতারকরা প্রবীণ নাগরিকদের টার্গেট করে। কম্পিউটার সফ্টওয়্যার ব্যবহার করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তদন্তে জানা গেছে একটি গ্রুপটি তাদের অবৈধ কার্যকলাপ চালানোর জন্য একটি কল সেন্টারের আড়ালে কাজ করছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের তরফে অজানা নম্বর থেকে কলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাপিজ হওয়ার অভিযোগ আসছিল। এর মধ্যে সাংবাদিক, শিক্ষক, অবসরপ্রাপ্ত চিকিৎসক এবং অন্যান্য পেশাজীবীরাও রয়েছেন। তিনি জানান, গ্রেফতারকৃত তিনজনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের সাইবার জালিয়াতির সাথে যুক্ত থাকার প্রমাণও পেয়েছে এবং জালিয়াতির চক্রের অন্যান্যদের সনাক্ত করতে তদন্ত শুরু করেছে।