খোয়াই, ২০ ডিসেম্বর : গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ বৃহস্পতিবার রাতে খোয়াই হাসপাতালের অদূরে একটি বেসরকারি গেস্ট হাউস থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়ে খোয়াই থানার ওসি জানান, ছয় অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে দুইজন মহিলা ও দুইজন শিশু রয়েছে।
ওসি জানিয়েছেন, গেস্ট হাউসে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির খবর পেয়ে পুলিশের দল গেস্ট হাউসে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা বৈধ কাগজপত্র সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ছয়জনকে থানায় আনা হয়। তিনি আরও বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর কয়েকদিন আগে জাতীয় রাজধানী দিল্লিতে গিয়েছিলেন এবং এখন বাংলাদেশে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য তারা খোয়াইয়ে গেস্ট হাউসে থাকতে এসেছেন। আটকদের কাছ থেকে জাল ভারতীয় আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- আবির (৩৭), পাপিয়া বেগম (৩৫), তাদের সন্তান মো: রাকিব (৬) ও মাহি (৫), সুমিন (২৩) ও রাবেয়া খাতুন (৭০) (প্রত্যেকের নাম কাল্পনিক)।