কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কংগ্রেসের

আগরতলা, ১৯ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরের একদিন আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংবিধান প্রণেতা
ডঃ বিআর আম্বেদকর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাঁর পদত্যাগ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ডঃ ভীমরাও আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। প্রতিক্রিয়ায় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে এবং জাতীয় কংগ্রেস প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা এই মন্তব্যের তীব্র নিন্দা করছেন। কংগ্রেস মনে করে অমিত শাহর এই বক্তব্য সংবিধান বাতিল ও পরিবর্তনের ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

আশীষ কুমার সাহা সংসদের ভিতরে এবং বাইরে অসংসদীয় এবং অনৈতিক বিবৃতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সমালোচনা করেন। বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নিন্দা প্রকাশ করেছেন। এদিকে, মিছিল শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *