উদয়পুর, ১৯ ডিসেম্বর : গোমতী জেলার উদয়পুরের রাজারবাগে রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা বুধবার রাতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে রেখেছে।
উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক পরম কর জানাম, বুধবার রাতে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এক ব্যাক্তিকে নিয়ে আসেন। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার নাম কিংবা ঠিকানা পাওয়া যায়নি। বর্তমানে গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য। পুলিশ মৃতদেহ সনাক্তকরণের জন্য তথ্য অনুসন্ধান শুরু করেছে।