গন্ডাছড়ার জগবন্ধুপাড়ায় শান্তির বার্তা নিয়ে পৌঁছলেন মায়াপুর ও রাশিয়ার প্রতিনিধিরা

গন্ডাছড়া, ১৯ ডিসেম্বর : বাংলাদেশ ও ভারতের মধ্যে চলা টানাপোড়েনের কঠিন সময়ে ত্রিপুরার ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা হিসাবে পরিচিত গন্ডাছড়ার জগবন্ধুপাড়ায় শান্তির বার্তা নিয়ে পৌঁছলেন সুদূর মায়াপুর এবং সুদূর রাশিয়ার প্রতিনিধিরা।

গন্ডাছড়া মহকুমার জগবন্ধুপাড়াস্থিত ভক্তি বেদান্ত ন্যাশন্যাল ইংরেজি বিদ্যালয়ে বৃহস্পতিবার ছিল তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুরের ভগবান শ্রীকৃষ্ণধামের মহারাজ ভক্তি পুরুষোত্তম স্বামী। ত্রিপুরা থেকে উপস্থিত ছিলেন শ্রীধাম মন্দির সভাপতি গোবিন্দ দাস। সুদূর রাশিয়া থেকে এসেঋেন গুরুমাতা এবং এক গুরু প্রভু। বৃহস্পতিবার সকাল এগারোটায় স্কুল প্রাঙ্গনে অতিথিরা পৌঁছতেই ফুলমালা দিয়ে স্বাগত জানান ছাত্রছাত্রীরা।

এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ বিভিন্ন এডিসি ভিলেজ থেকে বহু জনজাতি মানুষজন উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন মায়াপুরের ভগবান শ্রীকৃষ্ণ ধামের মহারাজ ভক্তি পুরুষোত্তম স্বামী। ইংরেজিতে শ্রীমত ভগবত গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন ছাত্রছাত্রীরা। পরিবেশন করা হয় বিভিন্ন ধর্মীয় গান এবং নৃত্য। উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজিতে পরিবেশন করে নাটক দামোদর নীলা। সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র ও পুস্তক। শেষে মহানাম যজ্ঞ কীর্তন ও অন্ন প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিদ্যালয়ের এসএমসির সভাপতি জয়ন্ত রিয়াং জানান, প্রতিদিনই এলাকার বিভিন্ন অংশের মানুষের সাহায্য পাওয়া যাচ্ছে। আগামীদিনে সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এই ভক্তিবেদান্ত ন্যাশন্যাল বিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *