সিবিআই- র মামলা মোকদ্দমার ভূয়া নথি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

উদয়পুর, ১৯ ডিসেম্বর : গত এক মাসে গোমতী জেলার উদয়পুরে পরপর তিন জন প্রতারণার শিকার। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। প্রথমে উদয়পুর জামতলাস্থিত এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর কাছ থেকে সতের লক্ষ্য টাকা, কিছুদিন পরেই উদয়পুরে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের থেকে ৬৭ লক্ষ টাকা এবং বুধবার উদয়পুরে মহকুমা শাসকের অফিসে কর্মরত এক কর্মচারীর কাছ থেকে সিবিআই- র নাম করে ৬৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকের দল।

বুধবার রাতে উদয়পুরের রাধা কিশোর পুর থানায় মামলা করেন উদয়পুরের মহকুমা শাসকের অফিসে কর্মরত কর্মচারী সুব্রত রায়। তিনি জানান, গতকাল দুপুরে অজ্ঞাত পরিচয় নম্বর থেকে একটি কল আসে এবং তাকে বলা হয় তার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধান করে জানতে পেরেছে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাউন্টের সঙ্গে যুক্ত এটিএম মুম্বাইয়ের আন্ধেরিতে অভিযোগ পাওয়া গেছে। তিনি এটিএম ব্যবহার করে বহু বেআইনি কাজ করছে। তার বিরুদ্ধে আন্ধেরি থানায় একটি মামলা নেওয়া হয়। যার তদন্ত করছে সিবিআই। সুব্রতবাবুকে বলা হয় তার হোয়াটসঅ্যাপ খুলে দেখতে। সিবিআই যে মামলা হাতে নিয়েছে তার নোটিশটি পাঠানো হয়েছে। যদি এর থেকে তিনি রেহাই পেতে চান তাহলে কাউকে কিছু না বলে প্রতারকদের দেওয়া নম্বরে টাকা পাঠানোর জন্য।

সুব্রত বাবু ভয়ে প্রথমে পঞ্চাশ হাজার টাকা ও পরবর্তী সময়ে ১৮ হাজার টাকা প্রতারকদের দেন। টাকা পাঠাবার পর তিনি বুঝতে পারেন তার বিরুদ্ধে অভিযোগ যা করা হয়েছে তা মিথ্যা। সন্ধ্যার পর তিনি রাজ্যের সাইবার ক্রাইমে অভিযোগ জানান। পরবর্তী সময়ে রাতে উদয়পুর রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করেন। এরমধ্যে যা হবার তা হয়ে গেছে অর্থাৎ সুব্রত বাবুর কাছ থেকে মিথ্যা অভিযোগ করে ৬৮ হাজার হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পরপর গত এক মাসে উদয়পুরে তিনটি ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *